Description
মুসেন্ডা বা নাগবল্লী (বৈজ্ঞানিক নাম:Mussaenda frondosa) Rubiaceae পরিবারের মুসেন্ডা গণের লাল ও সাদা রঙের আলঙ্কারিক গুল্ম। প্রচলিত ইংরেজি নাম Dwarf Mussaenda, White wing ইত্যাদি। রোদ বা আংশিক ছায়ায় এ গাছ তাড়াতাড়ি বেড়ে উঠে। নাগবল্লী বর্ণবৈচিত্র্য তৈরিতে আদর্শ বাগানের জন্য উত্তম।





